সাত সমুদ্র, হাজার নদী, শ্রাবণ বরিষণ
তবু কেন তৃষ্ণা-কাতর আমার বিরান মন?


যার পরশের বৃষ্টি ভিজে
প্রাণ জাগে রোজ শুকনো বীজে
জানি না হায় করি কি যে
তার পরশে করতে সরস শুকনো মনের বন?


বনের পাখী যায় যে গেয়ে
বনের দিকে রই যে চেয়ে
যদি পাখীর সুরটি পেয়ে
গাইতে পারি আমার এ গান তাহার মনের মতন।


নদীর স্রোতের কলতানে
প্রানের ভিতর যে সুর আনে
সাগর পানে মনটি টানে
হবে আমার কত দিনে সেই সাগরে মিলন?


রচনাঃ ৪ এপ্রিল, ২০১৬