সবই জনগনের জন্যে  


২৫ মার্চ, ২০১৬


ভোটের আগে:
নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা চাই
তা তার মূল্য হোক যায়!
তাতে যায় যদি কিছু জীবন
তা যাক! সে আর কি এমন?
সবই তো জনগনের জন্য
বিকল্প নেই যে আর অন্য|


ভোটে জেতার পরপর:
এমন সম্মান ভাগ্যে কার জোটে
নির্বাচিত প্রতিনিধি জনতার ভোটে|
যে গণতন্ত্রে আমরা ক্ষমতায়
সে গণতন্ত্রকে চিরদিন জীবিত রাখা চায়|
আমাদের সামনে এখন অনেক কাজ
ভাবতে হবে আগামীকাল, নয় আজ|


ভোটের আরও অনেক পরে:
কেমনে অবহেলা করি জনতার রায়
বিরোধী দলের গণতন্ত্র এখন কে চায়?
গণতন্ত্র মানে তো ভোটকেন্দ্রে মারামারি
জিতেছি নিরঙ্কুশ ভোটে! আবার কেন হারি?
জনগনকে কেন ভাবো বেইমান
ওদের হটাত কি এমন অভিমান -
যারা দিয়েছিল ভোট আমাকে একবার
এই ক'বছর পরে কেন দেবেনাকো আর?
এখনও বুঝতে বাকি আছে কি তা
যারা করে আমাদের বিরোধিতা
তারা দেশের শত্রু, জাতির দুশমন
তাদেরকে চায়না জনগণ -
জনতার পক্ষে আমাদের করনীয়
তাদেরকে নির্মূল করা - এটাই তো বরণীয়!
কোনো নিন্দুকের ক্ষমতা আছে বলে
আমরা যখন ছিলাম বিরোধী দলে
কখনো বলেছি আমাদের নিজ কথা
ধ্বংস করেছি জনতার স্বাধীনতা?
এখন আমরা ক্ষমতায়,
বিরোধী দল, গণতন্ত্র, এসব কে চায়?
জনগণ কেন বলবে বারবার
তারাতো দিয়েছে আমাদের অধিকার
আমরা চাই, ভোট আর বিরোধিতার অবসান
তাতে চিরদিন বাচবে জনতার প্রাণ|
নাইবা করলো তা অন্যে
আমাদের করতে হবে সবই জনগনের জন্যে!