পাঁপিয়ার স্মৃতি


১৩ অগাস্ট, ২০১৫

কতদিন, কতমাস, বছর গেল কাটিয়া
হঠাৎ শুনি কান্নায় কেন বুক ফাটিয়া
আকাশ বাতাসে ভাসে পাঁপিয়া পাঁপিয়া।

যার চোখে চোখ রেখে একদিন
হাজার বছর কেটে যেতো কথাহীন
কেন হায় এতদিন পরে
সেই চোখ আজ মনে পড়ে
কেন পোড়া মন ওঠে সেই নামে কাঁপিয়া?

যার হাতে হাত রেখে একদিন
পৃথিবীটা হয়ে যেতো পথহীন
কেন হায় এতদিন পরে
মন চায় সেই হাত ধরে
হাজার বছর হাঁটি সমস্ত পৃথিবীটা ব্যাপিয়া?

যে দুটি রাঙা ঠোট একদিন
হাসির আবিরে ছিল ব্যথাহীন
কেন হায় এতদিন পরে
সাধ জাগে চুমি সে অধরে
কেন কাঁদে পোড়া মন বুকে লাজ চাপিয়া?

সময়ের পথ হেটে আজ বহুদূরে
হিয়া তবু কাদে হায় স্মৃতিমাখা সুরে
আধো ঘুম আধো জাগরণে
আজও হায় এই পোড়া মনে
সে তনুর বাকা নদী জলে উঠে ফাঁপিয়া।