হবুচন্দ্র রাজা আবার দেশে এলো ফিরে
রাজ্যকাজে মনোনিবেশ করলো ধীরে ধীরে।
ক’দিন পরে গবুচন্দ্র ভেবে যে হয় সারা
রাজার আগের মনটি যেন গেছে কোথায় মারা!
যা বলে তাই করতে চায়, এ কী রকম রাজা?
সত্যি কথা বললে তেমন পায় না কেউ আর সাজা!
এ কোন রাজা শুনতে যে চায় প্রজার দুখের কথা
প্রজার মঙ্গল করার শপথ নেয় যে যথা তথা
রাজার টাকায় গড়বে নাকি রাস্তা, বিদ্যালয়
আইন নাকি সবার তরে একই সমান হয়!
সত্যি নাকি সত্যি কথা, মিথ্যা সত্যি নয়
সত্যি কথা বলতে নাকি নেইকো কারো ভয়।


অনেক ভেবে গবু শেষে মন্ত্রিসভা ডাকে
রাজার মতিভ্রমের কথা সবিনয়ে রাখে।
রাজাকে ঠিক করেছে কে যাদু কিবা মন্ত্র
নইলে কেন কথায় কথায় বলবে গণতন্ত্র?
প্রজার কাজে হচ্ছে খালি রাজার কোষাগার
এমনি করে কেমনে চলে রাজার এ কারবার?
মন্ত্রিসভা চিন্তামগ্ন, ক্লান্ত, বাক্যহীন
ভাবেনি তো রাজ্যে কভু আসবে এ দুর্দিন।
রাজা যদি এমন ভাবে আর কিছুদিন চলে
এতদিনের সোনার রাজ্য যাবেই রসাতলে।
যে করে হোক একটা কিছু চাই এর সমাধান
নইলে কেন রাজ্যে আছে বৈদ্য ও বিদ্বান?