এই বিকেলের রোদ যে হ'বে এমন মধুর
ভাবিনি তখন, ছিল সে যখন  তীব্র দুপুর।

এ যেন আবির রংয়ের খেলা বধূর গালে
নিজেকে হারায় মধুর মায়ার ইন্দ্র জালে
হৃদয়ের মাঝে এ বিকেলে বাজে, খুশির নুপুর।

এ কি, ক্ষণিকের গান শুধু অকারণে গাওয়া
আলোর শেষের পথ চলা কি শুধুই আঁধারে ছাওয়া
সবকিছু শেষে থেমে যাবে বলে, পথচলা এতদূর?

পথের শেষে কেউ কি গো আছে দাঁড়িয়ে
বুকে নেবে বলে আদরে দু'হাত বাড়িয়ে
ভালবাসা থেকে নেবে যে ডেকে, সে কি শুধু নিষ্ঠুর?

যা কিছু ভালো, তা কেন হারায় ক্ষণিকে
পারি না কেন কন্ঠে ধরিতে আমার বুকের ধ্বনিকে
কেন এত কথা কেন এত গান, নাই যদি রবে সুর?