হে কবি, লিখো জীবনের গান
তোমার সে গান হবে না কখনো ভুল।  


হয়ত হবে না কন্ঠে ধারণ তোমার গানের সুর
কথার রণনে মন রবে তবু সারাক্ষণ ভরপুর
শব্দবিহীন গেয়ে যাবে শধু চেতনার বুলবুল
তোমার সে গান হবে না কখনো ভুল।
    
যে কলমে লিখে দূর কর তুমি মনের অন্ধকার
জ্ঞানের আলোয় খুলে দাও তুমি মনের বন্ধদ্বার
সে কলমে লেখা তোমার সে গান
আলোয় আলোয় ভরাবে যে প্রাণ
সকল বাধার বন্ধন শেষে, মুক্তির সমতুল
তোমার সে গান হবেনা কখনো ভুল।
    
সত্য মিথ্যার যুদ্ধ ছিল, রয়ে যাবে চিরকাল
লোভ লালসা, সুপ্ত বাসনা, সংসার মায়া জাল
এখানে আলো আঁধারের খেলা
এখানে ভালো মন্দের মেলা
এখানে হিংসা সর্বনাশা
তবু তারই মাঝে ভালোবাসা
সেই ভালোবাসা দিয়ে ফুটাতে হবে, মরুর বুকে ফুল।
তোমার সে গান হবেনা কখনো ভুল।  


হোচিমিন সিটি, ভিয়েতনাম,
২৯ ফেব্রুয়ারী, ২০১২