সাঁওতালিনী কমলারা থাকে পাহাড় মাঝে
সুঠাম দেহ কর্মে খাটায়, বন্য ফুলে সাজে
মানায় না সে ভদ্র বাবুর সভ্য সমাজে
ভদ্র বাবুর সভ্য সমাজ, ওদের সমাজ বনের
ভদ্র বাবুর না বুঝলে মন, দোষ কি ওদের মনের?


নেশার ঘোরে ওদের খোঁপায় পরান মোহের ফুল
কাটলে নেশা বাবু বুঝেন মনের বড় ভূল
হেলায় তখন শুকায় ওরা ঝরা ফুলের তুল
ওরা নাই যদি চায় হতে ঝরা ফুল, এমন হাজার জনের
দোষ কি ওদের মনের?


বাবুর মতো হাজার জনেই কমলাকে ডাকে
নেশায় বিভোর দুটি চোখে ক্ষণিক চেয়ে থাকে
তাইতো ওরা মনটি নিজের বুকের ভিতর রাখে
ওরা নাই যদি হয় মনের বিলাস, বাবুর চাওয়া ক্ষণের
দোষ কি ওদের মনের?


বনের মাঝে খেলে ওরা বনবিহারিনি
মন না দিলে বাবু বলেন রুঢ় হৃদয়িনি
ভাবেন নাতো বাবু ওদের হাজার সেবায় ঋণী
ওরা নাই যদি হয় গন্ধ বিধুপ, বাবুর চাওয়া ক্ষণের
দোষ কি ওদের মনের?


৬ মার্চ, ২০১৬