আর কত তুই ভাববি রে মন বসে ইষ্টিশনে  
তোর্ যাওয়ার তরে সঠিক ট্রেনটা আসবে সে কোন ক্ষণে?


ক্ষণে ক্ষণে ট্রেন যে আসে, ক্ষণে ক্ষণে যায়
কোন্-টি থামে, কোন্-টি চলে কার সে ইশারায়?
বসে আছিস যে ট্রেন তরে,
চিনবি তারে কেমন করে?
কেমন করে চিনবি রে তোর্ সঠিক ইষ্টিশন  
ঠিক বেঠিকের ধাঁধায় পড়ে পাগল যে তোর্ মন,
ওরে ঠিক বেঠিকে কি যায় আসে,
ট্রেনটা যখন চালায় সে একজনে।


যাবো যাবো করিস যেথা হয় কি সেথায় যাওয়া
যা পাওয়ার তরে সদাই কাঁদিস হয় কিরে তা পাওয়া?
সঠিক ট্রেন এর সময়টা তোর্ নেইকো যখন জানা
যে ট্রেন আসে সেটা নিতে কি আছে তোর্ মানা?
যে জন চালায় সে যদি চায়,
ট্রেনটা যে তোর পৌঁছে যাবে সঠিক ইস্টিশনে।


৮ অগাস্ট, ২০১৪