একুশ এলে শহীদ মিনার ফুলের বন্যায় ভাসে
রফিক, জব্বার, বরকত, শফিক আনন্দে কি হাসে?
ফুলের গায়ে লেখা থাকে হাজার দলের নাম
কত যে মিল দলের ভেতর ভাবে কি সালাম?
অথবা কি ভাবে ওরা যোগ দেবে এক দলে
অন্য দলের ফুলগুলো সব পিষবে পদতলে?


কে জানে হায় আছে কোথায় ওদের পরিবার
কে যোগাচ্ছে ভাত, কাপড় বা ফুলের মালা আর?
তাদের রক্তে রক্ষা হলো অ, আ, ক, খ বর্ণ
সোনার বাংলার ভাগ্যে তবু মেলে নাকো স্বর্ণ।
রামের নামে সিংহাসনে রাবন পোড়ায় লংকা
ফেরুয়ারীর গানের সুরে প্রাণে জাগে শংকা ।
কন্ঠ যদি রুদ্ধ থাকে ভাষা কি আর বাঁচে
কে জানে হায় কিসের মূল্য বেশী দলের কাছে?


আর কিনিনা ফুলের মালা গাই নাকো আর গান
একুশ এলে রক্ত ঝরে কাঁদে বধির প্রাণ।
দল বুঝি না, বল খুঁজি না, আমি অধম কবি
ফুলের মালার রক্ত ফেলে ভক্তিতে দিই সবই।


আয় বাঙালী আয় রে যায় যেথায় শহীদ মিনার
সবার হাতে নিয়ে শুধু একটি কথার ব্যানার
"বাঙালী বা বাংলাদেশী, বাংলা ভাষা বলি
সব ভূলে আজ জানাই শুধু প্রাণের শ্রদ্ধাঞ্জলী।"