তোমার আছে অপূর্ণতা, সেই তো আমার আশা
মন-মানসী, পাবো তোমার নিখাদ ভালোবাসা।


নেই তো তোমার বুক কাঁপানো রূপের আগুন-ঝলক
তাই তো তোমায় দেখতে পারে স্নিগ্ধ আমার পলক।
মন মোহিনী কথা বলার নেইকো জানা কলা
তাই তো জানি প্রাণের কথা যখন যা হয় বলা।


গাইতে গেলে যাও হারিয়ে গানের সুর ও তান
তাই তো আমি গাইতে পারি তোমার সাথে গান।
বলতে গিয়ে যাও যে থেমে, সবকিছু যাও ভুলে
তাই তো আমি বলতে পারি মনের কথা খুলে।


চাইতে গিয়ে হয় না চাওয়া,  লজ্জা এসে জোটে
বন্ধ করো চোখ দুটি তাই ঠোঁট রাখি ওই ঠোঁটে।
একটু ভয়ে শক্ত হয়ে উঠলে তুমি কেঁপে
সাহস দিতে ধরতে পারি বুকের মাঝে চেপে।


আকাশ পাতাল জটিল খবর নেইকো তোমার জানা
যখন তোমায় গল্প শোনায় তাই করো না মানা।  
একটু ব্যথায় কাতর হয়ে ভাবো আকাশ পাতাল
তোমার ব্যথার ছোঁয়া পেতে হই আমি তাই মাতাল।


একটুখানি ভাবনা নিয়েই হও যে দিশেহারা
তাই তো তোমায় বলতে পারি ঘুমাও ভাবনা ছাড়া।
যখন যেটা চাই গো আমার, পাই না হাতের কাছে
ডাকলে যে পাই তোমার হাতে, খুশীতে প্রাণ নাচে।


অপূর্ণ মোর মন-মানসী, নও তুমি এক দেবী
পূর্ণ তোমায় করবো আমি ভালোবাসায় সেবি।
অপূর্ণ মোর মন-মানসী! আমার প্রিয়তমা
আমার এমন অপূর্ণতাও করিও তুমি ক্ষমা।