কার কী আছে, আমার তা নেই, অহম ওঠে জেগে
সে সব পেতে খরচ বাড়াই প্রয়োজনে রেগে।


কার বাড়ীটা আমার চেয়ে একটুখানি বড়
অহম জাগে মনের ভেতর রোষ এসে হয় জড়।
আমার বাড়ী ওটার চেয়ে একটু বড়ও চাই
কী যায় আসে কার না আছে মাথা গোজার ঠাঁই।
প্রয়োজনে ঋণ বাড়াবো যতই লাগুক অঢেল
তবু যে চাই আমার গাড়ী আনকোরা শেষ মডেল।
খরচপত্রের নেইকো হিসাব বিয়ে-জন্মদিনে
অহম বেটার বড়ই লজ্জা এই অপচয় বিনে।


আত্মীয়জন অভাব নিয়ে যেই আবেদন করে
খরচ করার অহম তখন একেবারেই মরে।
একটা টাকা চেয়ে যখন ভিখারির হাত কাঁদে
মাফ চাওয়াটা তখন যে আর অহমে না বাধে।