একদিন নদীর তীরে দাঁড়িয়ে শুধিয়েছিলে
নদীতে বাঁক থাকে কেন?


নদী ছিল নিরুত্তর
আমি বলেছিলাম, নদী নারীর মতো তাই।


তুমি হেনেছিলে অবিশ্বাসের ভ্রুকুটি।


তারপর ভেসেছি দুজনে -
হৃদয়ের ব্যাকুলতায় তোমাকে ডেকেছি বহুবার
শূণ্যতা ফিরিয়ে দিয়েছে ব্যঙ্গময় নিস্তব্ধ প্রতিধ্বনি
নির্লিপ্ত উদ্দেশ্যহীন মেঘেদের কাফেলা
হয়তো আজও খুঁজে ফেরে উত্তর।


জানি না পেয়েছো কি না তোমার পছন্দের উত্তর
আমি শুধু খুঁজি নদীর বাঁকটা কতদূর
আর একবার তোমায় দেখার সম্ভাবনা যে বাঁকে।