বোধ আজ বিক্রীত বণিকের হাতে,
যে হাত কেড়েছেঃ
জলে ডুবন্ত মৃত্তিকা হতে সূর্যোদয়
অব্যাহত পাখির কূজন
স্পষ্টভাষী সমুদ্রের গর্জন
অগোছালো ঘাস গুল্মের মাঝে বালির উপর বসে সমুদ্র দর্শন।


এখন সমুদ্র দেখি
বণিকের বানানো বহুতলা প্রাসাদের সরু বারান্দায় বসে
কানে ঢুকানো মাইক্রোষ্পিকারের উচ্চ শব্দে
প্রকৃতিকে স্তব্ধ করে
মাসিক ইনস্টলমেন্ট পেমেন্টের ভাবনায় ডুবে
যখন অলক্ষ্যেই সূর্য আসে যায় প্রতিদিন।


কে বলে তোমাকে নির্বোধ হে বণিক?
শুধু তোমার বোধে মানুষ আজ নির্বোধ!