এই জগতে চিরছি সদাই অন্য সবার চুল
পারি নাকো ধরতে শুধু আমার নিজের ভুল।
কেউ যদি তা দেয় ধরিয়ে আগুন লাগে গায়ে
দ্বিগুন তাপে পোড়ায় তাকে কটু কথার ঘায়ে।
নিজের ভুলটা নিজে ধরা বড়ই কঠিন কাজ
সেই কাজটা পারি না, তাই পেতেই পারি লাজ।
অন্যে যখন সেই কাজটা করে আমার তরে
কৃতজ্ঞতায় তার মনটা দেওয়া উচিত ভরে।
নিজের একটা লেখা নিজেই পড়লে বহুবার
হয়তো নিজের ভুল পাবে না কোথাও খুঁজে তার।
অন্য কেহ পড়লে সেটাই, অনেক ভুলই পাবে
নিজেই তখন নিজের ভুলে অবাক হয়ে যাবে।
হায়রে মানুষ! নিজের ভুলটা ধরতে যদি চাও
নিজকে তবে খুলে ধরে, পরকে দিয়ে পড়াও।
বাহাদুরীর জন্যে কারো ধরো নাকো ভুল
তবু তোমার ভুল ধরে যে, তাকে দিও ফুল।