(আসরের প্রিয় কবি ও আলোচক যাদব চৌধুরী লিমেরিকের উপর  ইদানিং বেশ মূল্যবান আলোচনা ও নির্দেশনা লিখেছেন। সে সব লেখা থেকে উদ্বুদ্ধ হয়ে আজ দুটি লিমেরিক চেষ্টা করলাম।)
---------------------------------------------------------
এপার-ওপার


এপারটা কিছু চেনা, আছে ভালো মন্দ
কিছু সুখ, কিছু দুখ, কিছুটা আনন্দ
ওপারেতে যেই চাই
ঢাকা ঘন কুয়াশায়
শঙ্কায় কাঁপে তাই বুকটা, দৃষ্টিটা বন্ধ।
.....................
বন্ধুই অচেনা


সংসার সমুদ্রে বেয়ে চলি তরী
বন্ধু ও শত্রুতে সদা সেটা ভরি
শত্রুকে কিছু চিনি
রই দূরে সারাদিনই
বন্ধুই অচেনা রয় চিনি চিনি করি'।