ওরে আমার খাদ্যপ্রিয়, মস্ত অলস মগজ
বল তো দেখি রোজার নামে হচ্ছে কি সব রোজ?
দেখ না চেয়ে পেটের পরে কত মেদের পালা  
রোজা থেকেও পেটে তো নেই একটু ক্ষুধার জ্বালা।
খাওয়ার সময় বদলে দিয়ে সারারাতই খাস
সেহরি খাস, ইফতারি খাস, মাঝেও কত চাস।


বেলাটা যেই একটু গড়ায় দুপুর হওয়ার পরে
এমন করে ভাবটা দেখাস, গেছিস যেন মরে।
ঝিম ধরে তুই থাকিস বসে চোখটা আসে বুজে
চিন্তা করার শক্তি যেন পাস্ নাকো আর খুঁজে।
বাঁচলি না হয় কাজের মাঝে দিয়ে অনেক ফাঁকি
নিজের সাথে শঠতা তোর কেমনে ঢেকে রাখি?
সেহরিহীন, ইফতারিহীন নিত্য যাদের রোজা
দেখ না ভেবে তাদের জীবন একটুও নয় সোজা।
ভাবিস ওরা মগজবিহীন কর্মেতে নেই স্পৃহা
ভাগ্যদেবী সদয় হতে দেখায় না তাই নীহা।


আসল সত্যি, উদর যাদের ক্ষুধার জ্বালায় জ্বলে
ভালো, মন্দ কাজের চিন্তা যাবেই রসাতলে।
ভালো, মন্দ, যা হোক মানুষ, সবার খাবার চাই
ক্ষুধার খাবার দেওয়ার আগে সৎ উপদেশ নাই।
ভাগ্য বলিস, সমাজ বলিস, দিলো যাদের বঞ্চনা
তাদের কানে ঢালিসনে আর ভালো কথার গঞ্জনা।
ওদের ক্ষুধা, ওদের ব্যথা না এলে অন্তরে
স্বর্গ কোথায় পাবি রে বল মিথ্যা রোজা করে?