কি হবে তোমার চৌদ্দগোষ্ঠির ঠিকুজি জেনে
তোমাকেই যদি এ হৃদয় নিতে না পারে মেনে?
হও না তুমি ক্ষুদ্র মালি, ফোটাও যদি ফুল
দুর্গন্ধ তো দেয় না তাতে পূর্ববংশের ভুল।


পারলে কভু ফুল ফোটাতে, তখন তুমি এসো
ফুল তুলে দিয়ে এই হাতে, ভুল মেনে মুখে হেসো।
হৃদয় সেদিন বিছিয়ে দেবো তোমার চরণ তলে
পাঁকের পদ্ম নেবো তোমায়, ধুয়ে নয়ন জলে।