চাইলে তুমি নিভাও প্রভু আমার ঘরের আলো
তুমিই শুধু জানো প্রভু কিসে আমার ভালো।


আলোয় আলোয় ঘরটা আমার যখন ছিল ভরা
তোমার আলো নয়নে মোর পড়েনিকো ধরা।
তোমার আলো সেথায় যদি এখন থেকে রয়
নিভলে আমার আলো এখন কিসের বলো ভয়?
আমার আলো নিভিয়ে সেথায় তোমার আলো জ্বালো
প্রভু জ্বালো তোমার আলো।


আঁধার ঘরে তোমার আলো উঠবে যখন জ্বলে
নয়ন যেন পোড়ে না মোর প্রখর তাপানলে।
তোমার আলোর রশ্মি যেন স্নিগ্ধ হয়ে আসে
শান্ত আমার হৃদয় যেন আলোয় আলোয় হাসে।
আমার ঘরের আলো সেথায় হোক না যতই কালো
প্রভু জ্বালো তোমার আলো।