একটু মেঘ আর বৃষ্টি ছাড়া
রঙধনু যে হয় না
একটু আবেগ, বিরাগ ছাড়া
মন যে কথা কয় না।


একটু ব্যথায় যে জন কাঁদে
তার ব্যথা যে যায় না
একটু সুখে যে জন হাসে
সে কভু দুখ পায় না।


একটু যে জন ত্যাগ করে না
ভোগে জীবন ভরে
তার বিদায়ে কারো চোখে
একটু কি জল ঝরে?


একটু ভালোবাসা যে দেয়
অপার সুখের হাসি
কৃপণ হয়ে বলবে কেন
একটু ভালোবাসি?


একটু ভুল আর অভিমানে
বন্ধ হলে কথা
একটু পরেই আসতে পারে
অনেক কষ্ট, ব্যথা।