এমন আমার কিই বা আছে? থাকার ক'খান বাড়ি
যাওয়া আসার তরে লাগেই হালের ক'খান গাড়ি।
ধানের জমি, বাগান বাড়ি, কয়েক শতই বিঘি  
মাছ ধরা মাছ খাওয়ার তরে আছে ক'খান দীঘি।


লোকেই বলে চাকর-বাকর - সেও তো আছে ক'জন
আপন বলেই যায় না ফেলা, দিইনা কোন বেতন।
দিন আনা দিন খাওয়া চলে, পাততে হয় না হাত
রোগ বেরোগে খাওয়া নিষেধ, খাই তো সাদা ভাত।


যাও বা ছিল ব্যাংকে আমার হাজার কোটি টাকা
আত্মীয়-জন গরিব দুঃখীর জন্যে হচ্ছে ফাঁকা।
মরার কাফন, মেয়ের বিয়ে, এসব নিয়ে কাঁদে
কেমনে ফিরাই? মনটা নরম,পড়ি তাদের ফাঁদে।


নিই যদিও দলিল, জমি, দিই তো ন্যায্য দাম
শত্রুর কি আর অভাব আছে? তবু যে দুর্ণাম!
যাদের কে দিই তারাই শেষে মানে না আর কথা
সবাই নাকি স্বাধীন এখন, দেখায় দাম্ভিকতা।


মুখটা বুজে মানতো লোকে বাপ্-দাদাদের শাসন
এখন কিছু বলতে গেলে শোনায় লোকেই ভাষণ।
এমন কিই বা বলি বলো? বিনয়ী তো স্বভাব
গালাগালি করি-ই না আর, নাই যেখানে লাভ।


নিজের দানের, নিজের গুণের কিইবা করি গল্প
সে সব যারা বলে তাদের পুণ্য যে হয় অল্প।
মুখ বুজে তাই দান করে যাই, জানে দেশের লোক
শুধুই তো চাই এলাকাতে দাতা নামডাক হোক।