বিশ্ব-সভায় একদা সিংহ দেখে পলায়িত বানরে
কহিল, হেথায় করিস কিরে? মৃদু ভর্ৎসনা স্বরে।
বানর কহিল, হায়েনার ভয়ে ছেড়েছি জন্মদ্বীপ
এখানে যে চায় দিয়ে যাই শুধু দাসত্বের সই-টিপ্।
সিংহ কহিল, আজিকে তবে মাথা পেতে নে রাজবর
সাহসের সাথে ফিরে যাবি তুই অচিরেই তোর নিজঘর
উচ্চ যেথায় সাহসে উঠিয়া নিজেরে করিস সমাসীন
দেখিবি হায়েনা, ব্যাঘ্র আসিয়া কুর্নিশ দেবে দ্বিধাহীন।


ফিরিয়া সেথায় বানর উঠিয়া পাহাড়ের এক চূড়ায়
উচ্চ শিরে দন্ডায়মান, জয়ের কেতন উড়ায়।
দলে দলে আসে ব্যাঘ্র, হায়েনা, জানায় অভিবাদন
ভাবিছে বানর, আজিকে করিল কী অসাধ্য সাধন?
আজ থেকে আর চাহে না সে তার এ দ্বীপে প্রতিদ্বন্ধী
ভবিষ্যতের নিশ্চয়তায় প্রয়োজন খুন ও বন্দী।


হঠাৎ আর এক বানর আসিয়া পশ্চাতে দিলো ঠেলা
নীচেতে পড়িয়া বানর রাজার জীবনের শেষ বেলা।
বানরের দল বানর রহিল, হায়েনা হইলো রাজা
বানর রাজার শাসনের চেয়ে ভালো হায়েনার সাজা।