তুমি আমার মনের মাঝে নিত্য সারাবেলা
আনমনে যাও গান গেয়ে আর ছন্দে করো খেলা।


শত বছর পূর্বে তুমি তুললে বীণায় সুর
বিশ্বজনের হৃদয় আজো সে সুরে ভরপুর।
আজ বাঙালীর হৃদয় মাঝে,
তোমার গানের সে সুর বাজে
তোমার তরে সকল কাজে, নিবেদনের মেলা।


শ্রাবণ দিনের বরিষণে মেঘ মল্লার রাগে
সকল সুরের মাঝে যেন কী বেদনা জাগে!
যে জীবনের গানে গানে,
প্রেম ছড়ালে প্রাণে প্রাণে
সে জীবন আজ ধুলায় পড়ে পায় যে অবহেলা!


যে নির্ঝরের স্বপ্ন ভেঙে সোনার তরী বেয়ে
বোধের সাগর পাড়ি দিলে গীতাঞ্জলি গেয়ে
হৃদয়ে তার ছোঁয়ার আশায়,
আজকে আমি সেথায় ভাসাই
সবার দেওয়া অঞ্জলিতে আমার ফুলের ভেলা।