জানিনা, আর কত দিন সময় আমার কাটে
জগতের এই সুরের আসর, আনন্দের এই হাটে।


হাজার গাছে নিত্য হেথায় হাজার কুসুম ফোটে
আঁধার শেষে অমল হেঁসে আলোর সূর্য ওঠে
ভোরের শিশির চরণ ভিজায়
তার সে পরশ ভোলা কি যায়
আর কতদিন হাঁটবো হেথায় আমার চেনা বাটে?


মহাকালের মাঝে আমার ক্ষুদ্র যেটুক সময়
যেদিক তাকাই বিস্ময়েতে ভরে আমার হৃদয়
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা
কেমন মানে কী এক ধারা
আর কতদিন গুনবো তারা, সূর্য গেলে পাটে?


সবুজ মাঠের হাজার গাছে হাজার পাখির গানে
হৃদয়-বীণার তারে আমার সুর লহরী আনে
দূর দিগন্তে হাত ইশারায়
যে মাঠ আজি ডাক দিয়ে যায়
মনপাখি মোর আর কতদিন গাইবে সেথা মাঠে?