সেই যে সকাল বেলা
হঠাৎ ক'টা ছন্দ নিয়ে করেছিলাম খেলা।
ক্ষণিক পরেই চেয়ে দেখি তুমি তখন নেই
মন বলল, কবি হওয়ার সময় কি তোর এই?


বন্ধ করে ছন্দ লেখা দিয়েছিলাম ঘুম
ঘুম ভাঙলো বিকেল বেলায় পেয়ে তোমার চুম।
ঘুমের ঘোরে আবার কখন ছন্দ লিখে ক'টা
দেখি সে সব কবিতা নয়, আদিকালের জটা।
যুগের শেয়াল উঠলো ডেকে বিকট হুক্কা হুঁয়াঃ
কবি তোমার কাব্য কথায় নেই অধুনার ছুঁয়া!


আবার তবে বন্ধ করি, ভাবছি যখন জেগে
কী খুঁজতে হঠাৎ পেলাম তোমার হাতের ব্যাগে
আমার লেখা ছন্নছাড়া ছুঁড়ে ফেলা ছন্দ
ভাবি তখন, লাভ কী বলো লেখা করে বন্ধ?
বরং লিখি সহজ কথায় তুমি যা সব বোঝো
তোমার প্রেমের স্পষ্ট কথা, ভুল যাতে না খোঁজো।
গ্রন্থ মাঝে গ্রন্থাগারে নাই বা পেলো স্থান
তবুও যদি পেয়ে থাকে তোমার হৃদয়-প্রাণ
ভুল করে ফের রাখো যদি তার ক'খানা ব্যাগে
তোমার কবি হয়ে আমি লিখবো জেগে জেগে।


বিক্রি হতে শিখিনিকো নিয়ে পুরস্কার
তোমার কবি হওয়া ছাড়া চাই না কিছু আর।
তাই লিখে যায় ছন্দ কথায় - আমি তোমার কবি
দু'টো চরণ লিখো সেথায় রাখলে আমার ছবি।