আমায় বৃষ্টি করে দাও গো প্রভু, বৃষ্টি করে দাও
রেখো না আর আকাশে মেঘ, মাটির বুকে নামাও
আমায় বৃষ্টি করে দাও।

আমি চাইনি যে আর উড়ে উড়ে
আকাশ পথে বেড়ায় ঘুরে
এবার আমায় মাটির 'পরে নিবিড় ধারায় ঝরাও
আমায় বৃষ্টি করে দাও।

আমি শেকড়বিহীন হাওয়ায় শুধু দূরের পথে হাঁটি
বৃষ্টিবিহীন মেঘে কি আর ভেজে ধরার মাটি?
আমি নানান রঙের খেলা দেখাই
বৃষ্টি ছাড়া কেউ তা না চায়
আমি নিজেই যেন ভিজতে না পাই -
মাটির বুকের সবুজ প্রাণে এবার আমায় ভেজাও
আমায় বৃষ্টি করে দাও।