মেঘমুক্ত আলো ঝলমল দিনে
ক্লান্ত কায়া ছায়ার অনুসরণে।
অবশেষে দিনশেষে, দিনমনি গেলো ডুবে
মুক্তি এবার - ছায়াহীন কায়া ভাবে।


ঘন তমসায় কায়া অচিরেই ভীত
জ্বালিল নিজেই আলো চারিদিকে কত।
যে দিকেই কায়া চায়
একাধিক ছায়া দিকে দিকে দেখা যায়।


সহসা কায়া চিৎকার দিয়ে কাঁদে
যেখানেই আলো, ছায়া এসে মোরে বাঁধে!  


অদৃশ্য হতে কে যেন কহিল তখন
আলোছায়াহীন কায়াতে হয় কি জীবন?
যত আলো তত ছায়ার যে বিভাজন
আলোর নীচেই ছায়া রহে অনুক্ষণ।
মুছিতে ছায়া আলো যদি যায় নিভে
কায়াকে তোমার গন্তব্যে কে বা নিবে?