উচ্চে বসে আকাশ ভাবেন নিজকে বড় মহান
লক্ষ পায়ের ক্ষতগুলো মাটির বুকে সহান।


মাটি ভাবে প্রাণের পরশ এমনি করেই আসে
চলার শেষে সফল পায়ের সাথে মাটি হাসে।
বুক খুঁড়ে তার মানুষে দেয় শস্যকণা পুঁতে
দেয় মাটি তার সবুজ বুকে সকলজনে শু'তে।


উচ্চে বসে আকাশ ভাবেন, নিজেকে নির্মল
নোংরা যা সব হজম করে অধম ধরার তল।


মাটি ভাবে এমনি করেই মাটির কণা বাড়ে
আকাশেতে কেউ থাকে না, আমারে কে ছাড়ে?
মাটি বলেই সইতে পারি সকল প্রাণীর খোড়া
মানুষ গড়ে সুখের বাসা - ধন্য আমার পোড়া।
প্রাণীকুলের জীবন শেষে আমার বুকেই আসে
পরম স্নেহে শুয়ে সেথায় অনন্তকাল হাসে।
তাই তো মাটির মানুষ বলে অতি উত্তমজনে
নিজেকে যে বিলায় সুখে, দুঃখ নিয়েও মনে।


ওগো প্রভু, আমায় তুমি করো মাটির মতন
সবার দেয়া ব্যথা সয়ে করতে সবার যতন।