আয় রে তোরা কে যাবি আয় সর্ষে ফুলের ক্ষেতে
হলুদ রঙে মন রাঙিয়ে আনন্দেতে মেতে।


সর্ষে ফুল আজ দিয়েছে ডাক
যা কিছু কাজ থাক পড়ে থাক
শীতের শেষের নরম রোদে
হলুদ রঙের গরম বোধে
নরম ফুলের পাপড়িগুলোর দেহে পরশ পেতে
আয় রে তোরা কে যাবি আয় সর্ষে ফুলের ক্ষেতে।


সেথায় যাওয়ার নেই আয়োজন
সাথে শুধুই নিবি রে মন
দেখবি ওরা দুলে দুলে
শরম রাঙা নাচন তুলে
হাত বাড়িয়ে বুকের মাঝে ডাকছে কাছে যেতে
আয় রে তোরা কে যাবি আয় সর্ষে ফুলের ক্ষেতে।


গা থেকে আজ ফেলরে চাঁদর
নে রে ওদের পরশ আদর
মাখরে গায়ে হলুদ ফুঁটা
মাটির বুকেই পড়ে লুটা
ওদের ছোঁয়ায় খিলখিলিয়ে হাসবি আনন্দেতে
আয় রে তোরা কে যাবি আয় সর্ষে ফুলের ক্ষেতে।


দেখবি মাতাল ভ্রমর কেমন
মধুর লোভে গাইছে এখন
নেচে নেচে গুনগুনিয়ে
মধুর সুরে গান শুনিয়ে,
আমরা সবাই যোগ দেব সেই মাতাল নাচেতে
আয় রে তোরা কে যাবি আয় সর্ষে ফুলের ক্ষেতে।


আজকে চাষির বউয়ের আনা
পান্তা ভাতে মরিচখানা
সর্ষে ফুলের ঘ্রাণ মাখিয়ে
নরম রোদে পিঠ বাঁকিয়ে
চাষির সাথে একসাথে আজ বসবো সবাই খেতে
আয় রে তোরা কে যাবি আয় সর্ষে ফুলের ক্ষেতে।