কেন যে হায় এলো মনে বোধের চেতনা?
অবোধ হ’লে এ মন আমার কষ্ট পেতো না।
যায় না দেখা যায় না ধরা তারেই শুধু খুঁজি
নিজের কাছে নিজেই ধাঁধা, কেমনে তারে বুঝি?


নিজের রঙে হরেক ঢঙে নানান সাজে সাধি
সবার যা তা নিজের রঙে নিজের ঘরে বাঁধি।
হৃদয় যখন বন্ধ থাকে, যতই নয়ন খুলি
অঙ্গ আমার যেমন চলুক, হোক না যা তার বুলি
গৃহে, বনে কিংবা ভবের হরেক ধর্মশালায়
যেখানে যাই আগেই সে জন সেখান থেকে পালায়।


আমার ছোট দেহের মাঝে আছে যে এক ঘর
যেথায় বসে সে জন আমায় ডাকে নিরন্তর!
সেই না ঘরে তাহার নামে যখন তুলি সুর
আমার মাঝে তাহার মাঝে দেখি না আর দূর।
তাহার খোঁজে তখন আমি যাই না বনে বনে
সে জন বসে ঘন্টা বাজায়, আযান হাঁকে মনে।
বদ্ধ নয়ন মুগ্ধ মনে গাইলে তাহার গান
শিহরণে কাঁপে আমার সিক্ত হৃদয়-প্রাণ।