রোজ সকালে করি পণ, বলবো না আর নিজের কথা
এমনি করে থলের বিড়াল, ছাড়বো না আর যথা তথা।
যেথায় নাকি যত মানুষ, সেথায় নাকি বিপদ বেশী
ঘরের কথা জানতে পারে, সেথায় যদি থাকে দেশী।


বেলাটা যেই একটু বাড়ে, সুখ বা দুঃখে ভেসে যাই
এই কাঁদি তো একটু পরেই, কারো সুখে হেসে যাই।
যখন দেখি কারো পাতে, পান্তা ভাতে নুনের অভাব
যায় না কেন সেসব পাতে নুন ছড়ানো আমার স্বভাব?


সুন্দরী মুখ যেই না দেখি, ভাবি মনে নেই কিরে আর
মুগ্ধ হলাম হে সুন্দরী! বলার আমার অধিকার?
কুকুর-বিড়াল ঝগড়া হলেও, তাতেও নাকি বলতে নেই
ঝগড়া থামা! ঝগড়া থামা! কুকুরটাকে ধমকে "ছেই"।


নিজের যাদের চরকা নেই, পরের চরকায় দেয় কি তেল
চরকাবিহীন লোকের কেন, হয় রে এতো তেল অঢেল?
পরের কাজে নাক গলানো, সত্যি করেই নিষেধ কি
সবার যখন নাকই আছে, নাক গলানোয় বিভেদ কি?


ক্ষুধার জ্বালায় চাইলে খাবার, সেটাও নাকি প্রতিবাদ
নিজের কথা পরের কথা, সব কথাতেই অপরাধ?
সবার কথা বলবো ভেবেই, নিজের কথা সদাই বলি
সবার পথে হেঁটে হেঁটেই, নিজের পথে একলা চলি।


আঁকা-বাঁকা জীবন আমার, কখনো কি হবি সোজা
পরের বোঝা বয়ে বয়ে, নিজেই হবি পরের বোঝা?
আবোল-তাবোল ভাবিস সদাই, প্রশ্নগুলোও বাঁজে কথা
দিন আসে দিন যাই রে যখন, কঠিন কেন নীরবতা?  


================================
প্রতিদিন কবিতা (?) লিখি, আজ ভাবলাম আবোল তাবোল কিছু লিখি।