তোমাদের এই আসরে আমি গেয়েছি যে গান
হয়তো ছিল না সুর, তবু জেনো ছিল মোর প্রাণ।


আমার সে গান যদি নাই পায় কারো হৃদে ঠাঁই
সুর তার কেঁদে গেছে জেনো তোমাদের পায়
বন্ধু গো, আজ তাই নেই আর কোনো অভিমান।


ফুল হয়ে ফুটেছিনু, একদিন যাবোই তো ঝরে
নিত্য হাজার ফুলের মতই অকালে, অনাদরে।
নাই বা পেলাম ঠাঁই কোনদিন কারো ফুলদানিতে
নাই বা পেলাম শোভা কোনদিন কারো খোঁপাখানিতে
তবু ক্ষণিকের তরে দিয়ে যাই ভরে বাতাসে মধুর ঘ্রাণ।


যে স্রোত গিয়েছে বয়ে, কে মনে রাখে তারে?
সবাই দেখে সে ঢেউ, যে আসে নদীর পাড়ে।
যে স্রোত বয়ে যায় কেউ তারে রাখে না বেঁধে
কেউ তো শোনে না, কী যে বলে ঢেউ কেঁদে কেঁদে
নদীর বুকে তবু স্রোত আর ঢেউ রয় চির-বহমান।