ধন্য আমি ধন্য, আমায় প্রভু চরণ দিলে চলার
এবার আমায় চলার তরে দেখাও তোমার পথ
কন্টকে তা ভরো যদি, দিয়ো গো হিম্মৎ
চরণ যতই হোক না ক্ষত শক্তি দিও দলার।


ধন্য আমি ধন্য, আমায় প্রভু কণ্ঠ দিলে বলার
এবার আমার কণ্ঠে তুমি দাও গো প্রভু ভাষা
স্তব্ধ করে চাইলে দিতে অসুর সর্বনাশা
দ্রোহের স্বরে শক্তি দিয়ো অগ্নি হয়ে জ্বলার।


ধন্য আমি ধন্য, আমায় প্রভু হৃদয় দিলে গলার
এবার আমায় দা গো শক্তি দুঃখ, ব্যথা সওয়ার
দাও শক্তি অত্যাচারীর তরে কঠোর হওয়ার,
তোমার পথে দুঃখীজনের দুঃখ ব্যথায় টলার।