প্রাণ সংহারক,
হে মহান,
ভয়ের কারণ কালবৈশাখ, আওয়াজে ভেঙেছে ভাঙছে শাখের গাঁট;


আলুথালু কেশ-
আসে বিরহ শুকোতে দু'দিন রোদ্দুর।
তীব্র তাপানলেও কৈশিক নাড়িতে প্রাণের আবেগ,
চঞ্চল ঘাট, উদ্যমী বাট-


মেঘ বালিকার সাথে
প্রেম-বিরহের বাকিটা বুঝে নিবে আরণ্যক..
নবযাত্রার আবহ আবেশ।।


২০শে এপ্রিল ২০২৪