জাতিগুলো তার বর্মের সংজ্ঞা ধরে ধরে
আশ্রিত জাদুঘরে।
খাবার-পন্য-ওষুধ-নীতি-বিশ্বাস
এখন দোকানীর শাস্ত্র।


বানিজ্য যখন যুদ্ধের অস্ত্র-
দোকানী চলে পিছে অমোঘ অঘোরে,
সাজাতে সে দোকান নতুন কারিগর খুঁজে


বিশ্বাসের সূতো ধরে চিপে চিপে-
চিপসের কড়মড়ানো আওয়াজে নতুন ব্যঞ্জনায় সুর বাজে।


বাজারে বেশরম দখলি প্রতিযোগিতা।
লজ্জারা টেস্টিং সল্টে ভাজে সভ্যতা;
ঘুরছে সময় মহাকাল এর ঘড়ির কাঁটা।


অনৈতিকতা ও অজ্ঞতা
জোড়া পায়ে শক্ত করে চলে গদি বোকার নির্বাচনে


চলছে চলবে বিশ্বাসের কাফেলা
চলবে কাফেলা নতুন গন্তব্যে নতুন কারবার বিনিময়ে


সাজাও নতুন মাল, ওহে সওদাগর, বাংলার সাম্পানে।।


নড়াইল, ৪ঠা এপ্রিল ২০২২


প্রেক্ষাপটে: মাইক্রোচিপস এর ডিজাইন ও উৎপাদন এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ ও বিপণনে বিশ্বব্যাপী নতুন প্রতিযোগিতা ও বাজার ব্যবস্থায় বর্তমানের মাদক, অস্ত্র, আধিপত্যের যুদ্ধের পাশাপাশি নয়া নিরাপত্তা হুমকিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দেশ।