একদম পানির দাম
গলদা-বাগদা নিয়ে যান
যা চান, একদম সস্তা, আসেন গৃহস্ত সস্তা

কোন মাতারি পোয়াতি হবে মাতারবাড়ি
পারদ উঠে গেছে, জ্বর মাপান
সস্তায় কোরাল খান

পারদ নেবে না জাপান, জার্মান
সস্তায় গলদা খান
সীতায় কুন্ড ধোঁয়া, এসে গেছে রাম

চাটগাঁ, খুলনের হাটে, জিব কাঁটা দাম
বয়স হলে ষাটে
জ্বর মাপান, সস্তায় বাগদা-ভেটকি খান!

নড়াইল, ১৬ই নভেম্বর ২০২১