(১)
আজ মা-ভাই-বোন-স্ত্রী-পূত্র;
কেঁদে চলে রোজ ভাবি ধুরত
"শুধু নাঁকি কান্না সবার।"
আর বুক চাপরাই, করি হায়! হায়!
পরের বাড়ির একটু কথায়,
কারন দয়ার শরীর আমার।


(২)
আজ মা-ভাই-বোন-স্ত্রী-পূত্র;
রোগে ভোগে রোজ, ভাবি- "মরতো,
কেন বিরক্ত করো বারবার?"
আর প্রান ধড়ফড়, চোখে ঘুম নাই
পরের একটু মাথার ব্যথায়,
খুঁজি ঔষধ কী কী দরকার।"


(৩)
আজ মা-ভাই-বোন-স্ত্রী-পূত্র
সবাই মৃত; চিতায় উঠিয়ে জ্বালাই দ্রুত।
ভাবি-"ছাই কী লাগবে আর?"
শেষে চোখের জলে বন্যা নামাই
পরের একটু কাটার খোঁচায়-
জানি, আমি এক চাটুকার।