একটা গোটা সন্দেশ-
কিছু লাল-কালো পিঁপড়ে
মনের আনন্দে খায় রোজ বেশ,
রসিয়ে রসিয়ে একটু একটু কুঁড়ে কুঁড়ে।
ভরা পেট আর যথেচ্ছ প্রজনন
আস্তে আস্তে প্রজাতির সংখ্যা বৃদ্ধি
শুরু করে তুমুল লড়াইয়ের আয়োজন;
ভাগের জন্য- যেখানে বিলুপ্ত বিবেক বুদ্ধি।


একটা আধা সন্দেশ-
কিছু লাল-কালো পিঁপড়ে
শেষে ভাগ করে খায়, তবু মনে বিদ্বেষ।
পাশের এক দানা লুটে খেতে হামলে পরে
সাথে খিটিরমিটির লড়াই অনবরত
সঙ্গে আজীবনের লক্ষ্য- হিংস্র আক্রোশ।
তাই অন্তঃ-আন্তঃসংগ্রামের বেনিয়ম সুবিধামত,
আজ জোড়াতালির মিষ্টি পেয়েই খুশ!