চামচাগিরির মত,
সয়ে যাও সব, চেপে থাক রব;
রোজ দাও নাকে খত।


চামচাগিরির প্রেম
একচোখে দেখে সব, হোকনা আপন শব;
তবু যুক্তি হরেকরকম।


চামচাগিরির বঁটি,
কচকচে কাটে কথায়, চাবুকটা চুন খসায়;
গরম গরম শাস্তি।


চামচাগিরির তেল,
রসিয়ে ভাজে জান, ঝাল-হলুদের অপমান;
পাতে নোনতা স্বাদের ঝোল।


চামচাগিরির সময়
ঘুরে ফিরে ফের আসে, সিংহাসনের পাশে;
তখন জীবনটা যন্ত্রণাময়।