আমরা দুই ভাই...
ছোট বেলা থেকে এক সাথে
খেলাধুলা, পড়াশোনা, হাতাহাতি করে  
বড় হয়ে সংসারী হলাম।


হঠাৎ অধিকারের লড়াই....
ভাগের জন্য গলার টুঁটি টিপে ধরে
গোটা পরিবার ক্ষতবিক্ষত আর্তনাদ করে;
তবুও নাছোড়- আমরা দু'ভাই।


হিসেব কষি কড়ায়গণ্ডায় ...
শতকরা, অনুপাত, অংশীদারী কারবার
চুলচেরা বিচার-বিশ্লেষণ খাতায়
পোক্ত লেখাপড়া করে নিই- আমরা দু'ভাই।


এখন তৃপ্তিজনক...
ঘর ভেঙ্গে দেয়াল তুলে বাড়ির নাম পাল্টালাম,
নষ্ট হল কত জান-মাল।
সাথে লোক-সমাজ হাসিয়েও- আমরা দু'ভাই।


ভাই-ভাই ঠাঁইঠাঁই...
নিষ্পাপ শৈশবস্মৃতি ভুলে চিরশত্রুতা চলে
অমীমাংসিত উত্তর বাগান দখলে।
অসীম কাদা ছোড়াছুড়ি- আমরা দু'ভাই।


এখন আমার ছেলেমেয়ে...
ছোট বেলা থেকে এক সাথে
পড়াশোনা, খেলাধুলা, হাতাহাতি করে
বড় হয়ে সংসারী হচ্ছে... তারপরে....?