সে না জানুক আর না বুঝুক,
কবিতার খাতায় সে জড়িয়ে রয়েছে
সেই পলাশীর যুদ্ধ থেকে শুরু করে আজ অবধি।
মীর জাফর, ঘষেটি বেগম যখন প্রতারণার তীর ছুড়ে মেরেছিল
ঠিক তার পর থেকেই একটা অদ্ভুত আশ্রয় জুড়ে সে আছে।
হয়তো সে নিজেও জানে না কিংবা বুঝেওনি,
কখন কিভাবে ঐ বিষধর তীরের ছোবল খেয়ে তার মাঝে হেলে পড়েছি
কেবলই নতুনভাবে বেঁচে যাবার নেশায়
নতুনভাবে সব প্রতারকদের হারিয়ে দিয়ে রাজ্য শাসনের আশায়।
এবার দেখতে চাই সেই ঘাতকের মৃত্যুর ছোবলই তীক্ষ্ণ
নাকি তার মাঝে হেলে পড়ে যে আশ্রয় পেয়েছি তাই তীক্ষ্ণ।