ছোট ছোট স্বপ্নের পথ চলা,
পথ থেমে জীবনের গল্প বলা-
কতো বন্ধুর পথ চলেছে একা !
রোদ্দুরে, বহুদূরে একা একা ।


ছোট ছোট স্বপ্ন সব হচ্ছে জমা,
বুকের পাজড় জুড়ে দিচ্ছে হানা ।
শত, ব্যথা, আঘাতে তবু করছে ক্ষমা,
স্বপ্নের বিশালতায় শাস্তি যে মানা।


যুগের পর যুগ পেরিয়ে যাচ্ছে বোঝাই,
সহস্রাধিক পথের পিঠে চড়ছে সদাই।
গন্তব্য তবুও যেন অজান্তেই রয়,
জীবনের আয়ুই কেবল হয়ে চলছে ক্ষয়।


অথচ পথের মাঝেই দিক শুন্য হয়,
সময়ের চক্রবৃদ্ধি সুধের করে জয়।
পাঁকা চুলেও ভীমরতি ধরে হয় ক্ষয়,
চুলের পর চুল ঝরে করে চলে বিস্ময়।


স্বপ্নগুলো তবুও রয় অভাগার পাজড়ে,
ধুকে উঠে হৃদয় জুড়ে বারবার সজোরে।
মনে করিয়ে দেয় যে সদাই স্বপ্ন বারবারই,
মনটা অদৃশ্য সত্তায় তবুও হয় ভারী।


ভারী মেঘে বর্ষা ঝরে হাঁটু সমান পানি,
ডুবে যায় মান-অভিমান, ডুবে যায় গ্লানি।
ক্লান্তিহীন চোখে আবার নতুন আশা,
বোঝাই স্বপ্নের পথ খুঁজতে ভাসায় ভালোবাসা।


ভালোবাসার ভেলায় চড়ে,
পথ যে আবার ছুটে।
আবার সেই দূর-বহুদূর,
ক্লান্তি সকল টুটে।


তবুও স্বপ্নেরা পায়না তাদের বাড়ি,
পায়না তাদের এ ভুবনে একটুকু আশ্রয়খানি।
বরং পথের পর পথ পেরিয়ে যায় অচিনপুরে,
গন্তব্যহীন অনন্ত পথে কি মজা কি জানি!