নয়ন জলে ভাসিয়ে ভেলা,
সুখেরই করিছি চাষ।
সুখ না ফলে দুঃখ ফলে,
জীবনের প্রতিটি মাস।


শত আশা, শত স্বপ্ন ভাঙে
রোজ রোজ বারবার।
মন ভেঙে চুরমার হয়,
প্রতিটি মুহুর্তে শতবার।


ভাঙা মনেও আশা করি,
নয়নের জলে সেচ দিই।
জীবনের বীজ অঙ্কুরিত হোক,
আশায় বুক বেঁধে নিই।


এরপর সব আশা ভেস্তে যায়,
ভেঙে যায় মনটা আবার।
সুখের বদলে দুঃখই ফলে,
মাঠ জুড়ে জলেরা করে-
তাই হাহাকার।


এরপরও আশায় থাকি,
হেরে যেয়েও প্রতিবার।
এতো এতো দুঃখ শেষে,
সুখটুকু ফলুক তবুও একটিবার।।