বহুদূরে আজ আমি হারিয়ে যেতে চাই,
একা একা বহুদূরে সবার থেকে।
কেউ যেন আর ডাকতে না পারে আমায়,
কেউ যেন কোন অকারণে কাছে চলে না আসে আমার।


আমি হারিয়ে যেতে চাই কোন অজানায়,
ভারী মেঘের শহরে একাকী নির্জনতায়।
কারও আর্তচিৎকার, কারও করুণ আর্তনাদ
আর পৌঁছবেনা কখনো, কোন ভাবেই যেখানে।


এক নিকষ ঘন কালো আঁধারে ছেঁয়ে রবে,
চারিদিকে ঝিঝি পোকার শব্দও হবেনা।
কোন প্রাণের অস্তিত্ব রবে না সেখানে,
আমি শুধু, আমি একাই থাকবো যেখানে।


আকাশে সব সময় ভারী মেঘ ছেঁয়ে রবে,
সন্ধ্যার আকাশের মতো লাল আভায় মেতে রবে।
একাকী সেই নির্জন শহরে, হারিয়ে রবো আমি
খামখেয়ালিপনায় মেতে রবো লাল আভার ভারী মেঘেরই সাথে।


সেখানে দিগন্তের মেঘে সমুদ্র মিশে রবে,
বিকেলের জানালায় বারবার কাছে টেনে ধরবে।
কখনো কখনো দিগন্তের সেই বিস্তীর্ণ মরু শেষে
সমুদ্রে চলে যাবো, একাকী তার অতলে চলে যাবো।


সেই শহর আর সমুদ্রের গর্ভে মিশে রবো আমি,
কোন এক সময় ভারী লালচে মেঘের মতোন।
সেই শহর, সমুদ্র তখন আরও নির্জন হবে,
নিস্প্রাণের এই আমি তখনো মিশে রবো।