মাঝেমধ্যেই ইচ্ছে করে হারিয়ে যেতে,
ঐ দূরের মেঠোপথ ধরে অজানার দেশে।
যেখানে স্বপ্ন বলে কিছু নেই,
কোন চাওয়া-পাওয়া নেই,
নেই কোন অনুভূতি কিংবা আসক্তি।


যেখানে ভাবনাগুলো অঙ্কুরেই নষ্ট হয়না,
কারণ ভাবনাইতো আসেনা কখনো।
কষ্টও আর পেতে হয়না তাই,
কষ্ট পাওয়ার কোন কারণই তো নেই।


সেখানে আবেগ শূন্যের ঘরে নেমে আসে,
তাই আবেগী হওয়ারও কোন ঝুঁকি নেই।
আর তাই রক্তের চাপ বেড়ে-
দেহের অসংগতিপূর্ণ আচরণেরও ভয় নেই।


দেহ সত্তার অনুভূতিই তো নেই,
সুখ, প্রশান্তি, দুঃখ এসবে কিইবা তাই আসে-যায়!
আর ভালোবাসা বোঝার মতো ক্ষমতা-
সে তো এমনিতেই বিলীন হয়ে যাবে,
মহাকালের গহ্বরে বহু আগেই।


হয়তো এই হারিয়ে যাওয়াই শেষ যাওয়া,
কেউ আর ফিরাতে পারবেনা কোন ভাবেই।
কারণ এই হারিয়ে যাওয়ায় শুধু দেহটাই নয়,
বোধশক্তি সমেত সমস্ত জৈবিক, মানসিক শক্তিও হারিয়ে যাবে।


ভালোবাসা, আবেগ, স্পর্শ, অনুভূতি
সবকিছুই তাই ব্যর্থ হয়ে যাবে এক এক করে-
এই হারিয়ে যাওয়া আমিকে ফিরিয়ে আনতে,
সেই আগের মতোই জীবন্ত ও চঞ্চলা রূপে ফিরে পেতে!