ভেবে নেওয়া চলক কোন,
প্রমাণে সুখের গীতি ।
কল্পনায় জমা আসক্তি,
অবান্তর যত নীতি ।


শুদ্ধি পরীক্ষায়-
শুদ্ধ কি যে ভারী !
হঠাতই কখন যে করে,
জনমের আড়ি ।


চলক সহ ধ্রুবক মিলে-
ধরবে ভিন্ন চলক ।
স্বাদ নিবে ঘুরে ঘুরে,
দেখবে নানান ঝলক ।


সমাধান থেকে ত্রিকোনমিতি,
কখনো সমাকলন থেকে ব্যবকলন ।
তবুও আসবেনা মান সুখের ফলাফলে,
অসংজ্ঞায়িত মানের তিক্ত চলন-বলন ।


এরপর দেখা যাবে-
কল্পনাটাই ছিলো ভুল ।
যুক্তিহীন চলকের-
আছে কি কোন কূল ।


সব চেষ্টাই ব্যর্থ হবে,
হবে পন্ডশ্রম ।
সুখের ঐ ধ্রুব চলক,
কেবলই মিথ্যা ভ্রম ।।