তোমার হাসির অন্তরালে-
ঐ বিস্তীর্ণ আকাশকে কখনো দেখেছো?
নীলাকাশ আর সাদা মেঘে স্বপ্নের-
ছবি কখনো এঁকেছো?


ঐ পায়রাগুলোর ঝাঁকে ঝাঁকে-
উড়তে কখনো দেখোছো?
শত শত মুক্ত ঘুড়ির-
স্বাধীনতা কি কখনো দেখেছো?


আমি দেখেছি সব তোমার হাসিতে,
গভীর থেকে গভীর অনুভবে।
আমি দেখেছি সব তোমার মাঝেই,
ঐ স্নিগ্ধ হাসিতে নিরবে সরবে।


তোমার হাসিতে দিগন্তজুড়ে,
সুখের পশরা সাজে।
তোমার হাসিতে হৃদয়জুড়ে,
প্রশান্তির গান বাজে।


তোমার হাসিতে ঐ রোদের ছোঁয়া,
বিশুদ্ধতম পরশ বোলায়।
তোমার হাসিতে ঠোঁটের কিনারে,
ভালোবাসারই গল্প শোনায়।


তোমার হাসিতে ঐ বিস্তীর্ণ আকাশ,
ইচ্ছে কুটুমকে জাগায়।
তোমার হাসিতে শাদা মেঘমালা,
আত্মবিশ্বাসকে জাগায়।


ঐ শুকনো পাতা পথের ধারে,
সজীবতার শক্তি পায়
তোমার হাসিতে দিগ্বিদিক ছুটে
আমি তারই ছোঁয়া পাই।


রোদ, মেঘের এই অসাধারণ রূপ,
তোমার কারণেই টিকে রয়।
নিয়তির বুকে নতুন শতাব্দীতে-
তোমার হাসিতেই সব হয় জয়।


তাইতো ইচ্ছে জাগে আমার,
ঝাঁক বেঁধে উড়া পায়রার পিঠে চড়তে ;
তোমার হাসির ঐ অন্তর্নিহিত আকাশে,
বাকিটা পথ পাড়ি জমাতে।


আমি অধিকার চাইনা তোমার,
শুধু ঐ হাসিতেই বিলীন হতে চাই।
চোখের তৃপ্তি, মনের অনুভূতি মিটিয়ে,
প্রশান্তির স্বাদ যেন তাতে পাই।।