আজ দেখেছি ঐ হাসির মাঝে-
অনেক অদেখাকে, অনেক অজানাকে।
যেখানে কিছু মুহুর্তের জন্য হারিয়েছিলাম,
অনুভব করেছিলাম দুর্বোধ্য সেই ভালোবাসাকে।


গোলাপের পাপড়িকে কখনো ফুটতে দেখিনি,
কিন্তু আজ ঐ লাল পাপড়ি ঠোঁটে -
আমি ঠিক তাই দেখেছি,
তারই হাসির মাঝে।


প্রতিটি প্রস্ফুটিত গোলাপের পাপড়িতে,
এক একটি যুগ পাড় হয়ে যাচ্ছিলো।
অথচ হঠাৎ থমকে যাওয়া হাসিতেই-
মহাকালের সময়গুলো মুহুর্তে নিবদ্ধ হলো,
কোন এক কৃষ্ণ গহ্বরে।


তবুও সেই হাসি যেন এখনো চোখে ভাসে,
এখনো মনে হলে সুখস্মৃতি চেপে বসে।
মনে হয় আজন্ম সেই স্মৃতিচারণ করতে,
আর অনুভূতির তীব্রতা দিয়ে গল্প সাজাতে।


শুনেছি কৃষ্ণ গহ্বরে কিছু হারালে তা আর ফিরেনা,
হয়তো সেই হাসি আর বাস্তবতায় তাই আসবেনা।
কিন্তু মনের উঠোন জুড়ে রইবে যে চিরকাল,
স্মৃতি হয়ে, সুখের পসরা নিয়ে হাজির হবে বারবার।


তোমার লাল পাপড়ি ঠোঁটে এতোটাই নিমগ্ন ছিলাম,
যেন তোমার রূপটাই আমার দেখা হলোনা।
এতো সুন্দর যার হাসি, সে না জানি কতো সুন্দরী,
এখন তাই ভেবেই আমার আফসোস হচ্ছে।


হয়তো আর দেখা হবেনা এমন করে,
হয়তো আর ভাবাও হবেনা এমন করে।
তবুও মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া সুহাসিনী,
তুমি ভালো থেকো, খুউব ভালো থেকো।।