ঐ নিখাদ মনে কখনো কালিমা ছিলোনা,
ছিলোনা কোন প্রতারণার জলছাপ ।
বিশ্বাসঘাতকতার ছিটে ফোটাও ছিলোনা,
ছিলোনা এতটুকুও কোন পাপ ।


কখনো কোন আবেদন মিথ্যা ছিলোনা,
ছিলোনা কোন মিথ্যা অজুহাত ।
ছলনার তো কোন প্রশ্নই ছিলোনা,
ছিলোনা ভেঙে পড়ার মিথ্যা অপঘাত ।


সবকিছু সত্য ছিলো তবু পরাজিত এ জীবন,
কোন এক মিথ্যা সম্পর্কে বেঁধেছিলো এ ভুবন ।
তারপরও বারবার বোকা হতে হয়,
ঐ যে দুর্বলতা জিইয়ে আছে আজও বিস্ময় ।


নানান প্রশ্ন আজও ঘুরপাক খায়,
নানান কারণ আজও জাগিয়ে তুলে সংশয় ।
তবুও ঘৃনা আসেনা মন থেকে-
কোন এক অকারণে সব ভুল মাফ হয়ে যায় ।


তথাপি কষ্ট সকল জেগে রয় সারাক্ষণ,
প্রতিটি মুহুর্তকে বিষিয়ে তুলতে আমরন ।
তবুও যেন শান্তির একটা কারণ টিকে রয় ,
নিজের কষ্ট অন্যের সুখের কারণে হয়ে জয় ।।