আমি না হয় লুকিয়ে রবো,
ঐ আঁধারেতে জড়িয়ে মিথ্যা আদর।
যে আদরে ভুলেই রবো,
মিথ্যা ছিলো, মিথ্যা চাপানো বুকের পাথর!


কষ্টগুলোকে দুমড়ে-মুচড়ে দিবো,
স্মৃতিতে ভস্মিত হোক তা যদিও।
নিরবেতে ঐ অকারণ অজুহাত হবো,
সুখে থাকাটাই মিথ্যা হোকনা যদিও।


আকাশের নীলে আর কতোটা নীল,
কষ্টের থেকেও বেশি কি তার নীল!
তবুও ঐ নীলাকাশে সাক্ষী হয়ে রবো,
নেই কষ্ট, নীলে ছড়ানো সুখস্মৃতি হবো।


কখনো ঐ ধূসর মেঘে অভিমান জমলে,
কষ্টের অশ্রু ঝড়াবো না মোটেও।
বারবার সেই সবুজ শ্যামলে,
হাসির কল্লোলে সুখেরা প্রকাশিত বটেও।


সূর্যস্নানে পুড়ে যাক দেহের আবরণ,
আঁধারে যা কেবলই স্যাঁতস্যাঁতে।
জল শুকিয়ে তার হোকনা নিবারণ,
বাষ্পীভূত কষ্টেরা বহুদূরে হারিয়ে যেতে।।