আমার একটা অস্ত্রোপচার হোক,
কেঁটে ছিড়ে টুকরো টুকরো করা হোক ।
আপাদমস্তক খুলে খুলে দেখা হোক,
নেড়েচেড়ে সব ঠিকঠাক করা হোক।


মস্তিষ্কটাকে আরও ঝালাই করা হোক,
অনুভূতির আবেশটাকে সীমিত করা হোক।
ডোপামিন নিঃসরণের পথটির সংকোচন হোক,
আবেগের ঘনঘটায় ভালোবাসার সৃষ্টি না হোক।


চোখের মণিপুরে কোন কোষের ক্ষমতা কমিয়ে দিক,
ঐ রূপের দর্শনে দৃষ্টির চঞ্চলতা দমিয়ে দিক।
অক্সিটোসিন সহ সমেত জৈব রস কমিয়ে দিক,
জৈবিকতার পূর্ণতা প্রাপ্তির ইচ্ছেকে দমিয়ে দিক।


আমার স্বপ্ন দেখার কারণগুলো বন্ধ করে দিক,
ডাইমিথাইলট্রিপটামিন উৎপন্নের হারকে কমিয়ে দিক।
উত্তেজনা সৃষ্টির সম্পর্কগুলো ম্লান করে দিক,
অ্যাড্রেনালিন নিঃসরণের ক্ষমতা দমিয়ে দিক।


নিউরোট্রান্সমিটারকে দুর্বল করে দিক,
স্পর্শ, অনুভূতিকে বুঝতে নাইবা দিক।
চিন্তা-ভাবনার ক্ষমতাকে চিরতরে শেষ করে দিক,
বুদ্ধি-বিবেকের প্রয়োজনীয়তা নিঃশেষ করে দিক।


চক্ষু, কর্ণের ভারসাম্যতা অকেজো করে দিক,
অবস্থান পরিবর্তনের বুঝকে চিরতরে ধ্বংস করে দিক।
একদম নিরামিষ, সদ্য জন্মপ্রাপ্ত করে দিক,
কিছুই বুঝতে চাইনা আমি, নির্বোধ করে দিক।


এভাবেই আমাকে পরিবর্তন করে দিক,
অস্ত্রোপচার করে আমাকে অকেজো করে দিক।
আমাকে চিরতরে নিথর করে দিক,
সমাজ, প্রতিপত্তি, বুদ্ধি-বিবেকে নিঃশেষ করে দিক।